
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ নাসিরনগর উপজেলার ধরমন্ডল একতা যুব সংস্থার উদ্যোগে মাস্ক,হ্যান্ডওয়াশ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকালে ধরমন্ডল গ্রামে ও বাজারের মোড়ে,দোকানপাটে,পথচারী,শ্রমজীবী, চালক ও সাধারণ নারী-পুরুষের মাঝে মাস্ক , হ্যান্ডওয়াশ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এসব বিতরণের সময় ধরমন্ডল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য শফিকুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির আবদুল কাদির মিয়া,সেচ্ছাসেবক লীগের নেতা মিজানুর রহমান মারুফ, একতা যুব সংস্থার সভাপতি মো. জুনায়েদ আহম্মেদ,সাধারণ সম্পাদক মাজেদুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী মো. সেলিমসহ একতা যুব সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। বিতরণকালে একতা যুব সংস্থার সভাপতি মো. জুনায়েদ আহম্মেদ করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, হ্যান্ডওয়াশ ও সচেতনতামূলক লিফলেট বিতরণের পাশাপাশি সকলকে নিয়মিত সাবান ব্যবহারে সচেতন হওয়ার আহবান জানান।