আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা >>
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে রবিবার শেষ দিন পর্যন্ত উৎসবমুখর পরিবেশে চেয়ারম্যান,মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৫ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৭০ জন ও সাধারণ সদস্য পদে ৫০৭ জন প্রার্থী রির্টানিং অফিসারদের কাছে তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপি দলীয়ভাবে নিবার্চনে অংশগ্রহণ না করলেও বিএনপি‘র কতিপয় নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও আওয়ামীলীগের দলীয় প্রার্থীর পাশাপাশি মনোনয়পত্র জমা দিয়েছেন জাতীয় পার্টি(এরশাদ) ও ইসলামী আন্দোলনের প্রার্থীও।
উপজেলা নির্বাচন কমিশন অফিস সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং চাতলপাড়ে চেয়ারম্যান পদে-৬ জন , সংরক্ষিত আসনে ১৩ জন,সাধারণ আসনে ৫১ জন। ২নং ভলাকুটে চেয়ারম্যান পদে-৪ জন , সংরক্ষিত আসনে ১৫ জন,সাধারণ আসনে ৩১ জন। ৩নং গোয়ালনগরে চেয়ারম্যান পদে-৩ জন , সংরক্ষিত আসনে ১২ জন,সাধারণ আসনে ৪১ জন। ৪নং কুন্ডায় চেয়ারম্যান পদে-৫ জন , সংরক্ষিত আসনে ১৩ জন,সাধারণ আসনে ৩৪ জন। ৫নং নাসিরনগরে চেয়ারম্যান পদে-৭ জন , সংরক্ষিত আসনে ১১ জন,সাধারণ আসনে ৪০ জন । ৬নং বুড়িশ্বরে চেয়ারম্যান পদে-৩ জন , সংরক্ষিত আসনে ১২ জন,সাধারণ আসনে ৩৮ জন । ৭নং ফান্দাউকে চেয়ারম্যান পদে-৪ জন , সংরক্ষিত আসনে ১৩ জন,সাধারণ আসনে ৩৮ জন । ৮নং গুনিয়াউকে চেয়ারম্যান পদে-৪ জন , সংরক্ষিত আসনে ১৪ জন,সাধারণ আসনে ২৭ জন । ৯নং চাপরতলায় চেয়ারম্যান পদে-৬ জন , সংরক্ষিত আসনে ১০ জন,সাধারণ আসনে ৩৫ জন । ১০নং গোর্কণে চেয়ারম্যান পদে-৭ জন , সংরক্ষিত আসনে ১৯ জন,সাধারণ আসনে ৫০ জন । ১১নং পূর্বভাগে চেয়ারম্যান পদে-৭ জন , সংরক্ষিত আসনে ১৫ জন,সাধারণ আসনে ৩৪ জন। ১২নং হরিপুরে চেয়ারম্যান পদে-৫ জন , সংরক্ষিত আসনে ১৩ জন,সাধারণ আসনে ৪০ জন । ১৩নং ধরমন্ডলে চেয়ারম্যান পদে-৪ জন , সংরক্ষিত আসনে ১০ জন,সাধারণ আসনে ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।