
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ॥ নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও সম্প্রসারিত ৩ তলা ভবনের উদ্বোধন শেষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। সমাবেশে সাংসদ বলেন, শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার,শিক্ষা প্রসারে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। জননেত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ,মেয়েদেরকে উপবৃত্তি প্রদানসহ সার্বজনীন শিক্ষার গুনগত মানোন্নয়নে সবচেয়ে বেশি কাজ করছে।দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মাণ করে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ জাগিয়েছেন। আজ মঙ্গলবার(১৭ ডিসেম্বর)সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক সমাবেশ উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে সহকারী শিক্ষক আতিকুর রহমান খসরুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,অধ্যক্ষ মো. আলমগীর,প্রকৌশলী এনামুল হক,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম ভুঁইয়া,বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকী,সোহরাব মোল্লা,সাবেক ইউপি চেয়ারম্যান রফিজ মিয়া,আওয়ামীলীগ নেতা লতিফ হোসেন,কাজল জ্যোতি দত্ত ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়।স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)মোঃ আলমগীর মিয়া। এছাড়া উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য নগেন্দ্র দাস, অভিভাবক কামরুন নাহার মালা,আখিঁ বেগম ও সুমা রানী ভদ্র প্রমুখ। এসময় জনপ্রতিনিধিসহ বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।