
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি: নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) সকালে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের শেরেবাংলা পার্ক চত্বরে জেলা মহিলা আওয়ামীলীগ আয়োজনে ঘণ্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এবং সাবেক সংরক্ষিত আসনের সংসদসদস্য ফরিদা আক্তার হীরা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মনিরা পারভীন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেজিয়া ইসলাম, সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য জাকিয়া খাতুন, জেলা মহিলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর এ কে দিলখুশা প্রধান বিপ্লবী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সিলেট এমসি কলেজের গৃহবধূকে ধর্ষণ ও নোয়াখালী বেগমগঞ্জে বিবস্ত্র অবস্থায় নারীকে ধর্ষণের সঙ্গে জড়িতসহ দেশের বিভিন্ন জেলায় ধর্ষণের ঘটনায় জড়িত সকল ধর্ষকদের আইনের আওতায় এনে দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানান ।