মোঃ মেহেদী হাসান ফারুক, টাংগাইল (নাগরপুর) প্রতিনিধি : সারাদেশের ন্যায় নাগরপুরে শীতের বস্ত্র কিনতে ব্যস্ত সাধারণ মানুষ। এই কনকনে ঠান্ডায় জনজীবন অতিষ্ঠ হওয়ায় বাজারের দোকানগুলোতে কাপড়ের দাম তুলনামূলকভাবে বেশি হওয়ায় তারা অল্প দামে বাজারের ফুটপাত থেকে শীতবস্ত্র ক্রয় করছেন।
হাসান আলী নামক এক ক্রেতাকে জিজ্ঞেস করলে তিনি জানান, আমরা গরীব মানুষ, তাই বাজারের নামিদামি দোকান থেকে আমাদের শীতবস্ত্র কেনার সামর্থ নেই। সেকারণে আমরা ফুটপাতের দোকান থেকে অল্প দামে ভালো কাপড় কিনতে পেরে খুব খুশি। আমি এখানে এসে শীতের বস্ত্র কিনলাম। তার আরো অনেকেই তীব্র শীত নিবারণের জন্য ফুটপাতের দোকান থেকে শীতবস্ত্র ক্রয় করছে শতশত মানুষ।সেকারণে জমে উঠছে ফুটপাতের দোকানগুলো। সাধারণ মানুষ পাচ্ছে সল্প মূল্যের শীতবস্ত্র।