মোঃ মেহেদী হাসান ফারুক নাগরপুর (টাংগাইল প্রতিনিধি) : জটাংগাইলের নাগরপুরে হানাদারমুক্ত দিবস উপলক্ষে আন্তঃ ইউনিয়ন চূড়ান্ত ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৯ ডিসেম্বর ২০১৯, বিকেলে নাগরপুর উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত ভলিবল প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল -৬ আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু।
উপজেলা চত্বরে অনুষ্ঠিত এ খেলায় অংশগ্রহণ করে নাগরপুর সদর ইউনিয়ন ও ভাদ্রা ইউনিয়ন ভলিবল দল।
উক্ত খেলায় নাগরপুর ইউনিয়ন ভলিবল দল ভাদ্রা ইউনিয়নকে পরাজিত করে।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল,
জেলা আ.লীগের সহ- সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, অ্্যাড. মুলতান উদ্দিন,
উপজেলা আ.লীগ সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারণ সম্পাদক কুদরত আলী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আহমেদ শাহীনসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃৃন্দ এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।