
মোঃ পারভেজ আলম , জেলা সংবাদদাতা, ঢাকা : চলে এসেছে ২০২০ সাল। শেষ হয়েছে আরো একটি দশক। গত এক দশকে ক্রিকেটাঙ্গনে তিনটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ও চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। গত এক দশকে পুরুষ এবং নারীদের ক্রিকেটে প্রতিটি ফরম্যাটে আলাদা করে এক দশকের পারফরম্যান্স বিবেচনা করে একাদশ তৈরি করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। ক্রিকইনফোর দশকসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রান সাকিব আলা হাসান একমাত্র ক্রিকেটার হিসাবে জায়গা করে নিয়েছে। সেরা ওয়ানডে একাদশের অধিনায়ক করা হয়েছে মিঃ কুল উপাধি প্রাপ্ত ভারতের মহেন্দ্র সিং ধোনিকে। উইকেটের পেছনের দায়িত্বও তার কাঁধে। ওপেনিংয়ের জন্য সাউথ আফ্রিকার হাশিম আমলা ও ভারতে রোহিত শর্মাকে বেছে নেয়া হয়েছে। ওয়ান ডাউনের জন্য বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত খেলোয়ার বিরাট কোহলিকে জায়গা দেয়া হয়েছে। চারে দক্ষিণ আফ্রিকার ড্যাশিং ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। পাঁচ নম্বর পজিশনের জন্য নিউজিল্যান্ডের রস টেইলরকে পছন্দ অনেকের । উইকেট রক্ষকের দায়িত্ব সামলানোর পাশাপাশি ছয়ে ব্যাট করবেন ধোনি। অলরাউন্ডার হিসাবে সাকিব আল হাসান নেয়া হয়ে হয়েছে সাত নম্বর পজিশনের জন্য। চারজন জেনুইন বোলারদের মধ্যে আছেন তিন পেসার নিউজল্যান্ড এর স্পীডষ্টার ট্রেন্ট বোল্ট, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও বিশ্বের সবচেয়ে আলোচিত বোলার লাসিথ মালিঙ্গা এবং লেগ স্পিনার হিসেবে সাউথ আফ্রিকার বোলার ইমরান তাহির কে নেয়া হয়েছে। সূত্রঃ ইএসপিএন