
মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি॥
২৪ ডিসেম্বর -২০২৫ বুধবার দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে কাঞ্চন সম্মেলন কক্ষে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায়ে প্রকল্প স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের আওতায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমুহের অংশগ্রহণ সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন স্থানীয় সরকার দিনাজপুর এর উপ-পরিচালক মোঃ রিয়াজ উদ্দিন। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জানে আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূর-ই আলম সিদ্দিকী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান।
উক্ত কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন (গ্রাম আদালতের কার্যক্রম, প্রচার বিষয়ক (আউটরিচ) কর্মকাণ্ড, স্থানীয় সরকারি ও বেসরকারি সংস্থার গুলোর ভূমিকা ইত্যাদি বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প ডিস্ট্রিক ম্যানেজার মোঃ আবু বক্কর সিদ্দিক। এসময় সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি, এনজিও প্রতিনিধিগণ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।















