
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর রেলওয়ে স্টেশনে জিআরপি থানার বিশেষ অভিযানে ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ এক মাদক সেবনকারীকে ৩ মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
দিনাজপুর রেলওয়ে স্টেশনের জিআরপি থানার অফিসার ইনচার্জ নেতৃত্বে প্ল্যাটফর্ম এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে একজন মাদক সেবনকারীকে আটক করা হয়। আটক মাদক সেবনকারী দিনাজপুর শহরের নিমগর ফুলবাড়ি বাস স্ট্যান্ড এলাকার মৃত আব্দুল শহিদ -এর পুত্র মোঃ হায়দার আলী (৩০)। পরবর্তীতে উক্ত মাদক সেবনকারী মোঃ হায়দার আলী (৩০)-কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) মোঃ বোরহান উদ্দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা অনাদায়ে ৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
















