মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি॥ ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার চাউলিয়াপট্টি সাধুরঘাট সংলগ্ন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে শিশুশ্রম নিরসন প্রকল্পের আওতায় স্কুল ড্রপ-আউট ঝুঁকিপূর্ণ কর্মজীবী শিশুদের স্কুলমুখী করতে শিশুশ্রমিক অতি-দরিদ্র পরিবারের আয়বৃদ্ধিমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে ভ্যান বিতরণ করা হয়েছে।
শ্রমজীবী শিশু পরিবারের পিতা-মাতা ও অভিভাবকদের মাঝে ২৯টি উন্নত মানের ভ্যান বিতরণ করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এপি’র সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ।
উক্ত ভ্যান বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিশু নিরসন প্রকল্পের প্রজেক্ট অফিসার রিচার্ড তাপস দাস।বিষয়ভিত্তিক আলোচনা করেন দিনাজপুর এপি’র প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট মবিন উদ্দীন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুশ।
বক্তারা বলেন, ঝরেপড়া শিশুদের স্কুলমুখী করতে তাদের অভিভাবকদের আয়-বৃদ্ধিমূলক কার্যক্রমের আওতায় বিনামূল্যে ভ্যান বিতরণ করা হচ্ছে। তাদের জন্য ওয়ার্ল্ড ভিশন ৫টি শর্তে সহযোগিতা করছে। যেমন শিশুশ্রম থেকে বিরত থাকতে হবে, বাল্যবিবাহ করানো যাবে না, মা*দকদ্রব্য নেশা সেবন করা যাবে না, মাদক ব্যবসার সাথে জড়িত হওয়া যাবে না এবং নিজেদের পরিবারের মধ্যে ঝগড়া-বিবাদ, কলহ বা আলাদা থাকা যাবে না।