এস.এম.শামীম দিঘলিয়া খুলনা।।
দিঘলিয়ার ৫ নং ওয়ার্ডে মুদি দোকানে আ’গুন লেগে ১৩ লাখ টাকার ক্ষ’য়ক্ষতি হয়েছে। দিঘলিয়া সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। গত ১৩ নভেম্বর রাত সাড়ে ১২ টার দিকে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই আ’গুন লাগে।
দোকানের প্রোপাইটার হালিম মোড়লের পুত্র রানা মোড়ল সাংবাদিকদের জানান, ‘মোঃ রানা মোড়ল রেকেট খেলার মাঠে ছিল। খবর পেয়ে ছুটে এসে দেখতে পায় তার দোকানে দাউ দাউ করে আ’গুন জ্বলছে। সে আরও জানায়, দীর্ঘদিন তার দোকানের আইসক্রিমের ডিপ ফ্রিজটা তে নেগেটিভের সমস্যা ছিল। এবিষয়ে রানা মোড়ল আইসক্রিম কোম্পানিকে জানালে কোম্পানি প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেয় নি। ধারণা করা হচ্ছে ফ্রিজ থেকে শর্ট সার্কিট হয়ে দোকানে আ’গুন লেগে যায়। এসময় মালামাল পু’ড়ে ছাই হয়ে যায়।’
স্থানীয় লোকদের মাধ্যমে জানা যায়, দিঘলিয়া ফায়ার সার্ভিসের হট লাইন বন্ধ থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা যায় নি। পরদিন সকালে দিঘলিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেন।