
কামরুল হক চৌধুরী >> আজ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লা জেলার দাউদকান্দি ও মেঘনা উপজেলার বিভিন্ন স্পটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দাউদকান্দি সদরে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আইইবি-র সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সবুর। দাউদকান্দি শাখা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহজাহান খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আব্দুল মান্নান জয়, শিল্প ও বাণিজ্য সম্পাদক বশিরুল আলম মিয়াজি, দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার, জেলা পরিষদ সদস্যা মোসাম্মৎ পারুল আক্তার ও মতিউর রহমান খান প্রমুখ। প্রতিকূল আবহাওয়ায় বৃষ্টি উপেক্ষা করে এসময় জিএস সুমন সরকার, ইঞ্জিনিয়ার ইকবাল, ভিপি সালাউদ্দীন রিপন, মোঃ সেলিম মিয়াসহ দলীয় এবং অংগসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাত শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।