কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার দাউদকান্দিতে সারাদেশের ন্যায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশুদিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি আওয়ামী যুবলীগের আয়োজনে আলোচনা মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এর আগে সকালে কেক কেটে কর্মসূচির সূচনা করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আক্তার হোসেন মুন্না। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা এনামুল হক মুন্সী, সাবেক মেম্বার আবদুর রাজ্জাক, ইউপি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ডাঃ সাইদুর রহমান, হাবিবুর রহমান মেম্বার এবং ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।
মিলাদ মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত করা হয়।
এর আগে বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।