ক্রাইম পেট্রোল ডেস্ক।।
দাউদকান্দির দৌলতপুর ইউনিয়নের পালের বাজারে মায়ের দোয়া ক্যাবল নেটওয়ার্কের ব্যবসায়ী কামাল হোসেন এর প্রায় অর্ধকোটি টাকার মালামাল দিনে দুপুর লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, ব্যবসায়ী কামাল হোসেন ১২ বছর আগে অনেক শ্রমের বিনিময়ে ৫০/৬০লাখ টাকা খরচ করে মায়ের দোয়া ক্যাবল নেটওয়ার্ক ইন্টারনেট সেবা প্রদান প্রতিষ্ঠান করেন ।
এ নিয়ে ভূক্তভোগী জানান,
ভূক্তভোগী জানান,
https://youtu.be/OI7RwDU06YQ?si=inZCB3g2HTYwG9-5
এ প্রতিষ্ঠান থেকে দুটি ইউনিয়নের সাত শত ত্রিশজন গ্রাহককে ইন্টারনেট সেবা দিতেন কিন্তু গত ৫ আগস্টের পর গত ১০ আগস্ট মায়ের দোয়া ক্যাবল নেটওয়ার্ক অফিসের তালা ভেঙ্গে ৫০/৬০লাখ টাকার মেশিন পত্র নিয়ে যাওয়ার কথা জানান প্রত্যক্ষদর্শীরা।
এ ব্যাপারে অভিযুক্ত শ্রমিক দলের নামধারী শরাবত আলী বলেন,
দাউদকান্দি মডেল থানা ওসি জুনায়েত চৌধুরী বলেন, আমার নিকট অভিযোগ আসলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।