
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের ঐতিহ্যবাহী দাতঁমন্ডল গাউছিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফের গদ্দিনিশিন পীরে তরিকত শাহ সূফী ফকির আবু সাঈদ আল-কাদরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি–রাজিউন)।সোমবার সকাল ১০.৩০ মিনিটের সময় ঢাকা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী,৭ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য নাতী-নাতনী ও ভক্ত-মুরিদান রেখে গেছেন। তার মুত্যৃতে দরবারের ভক্ত,আশেকানসহ এলাকায় শোকের মাতম চলছে। আজ মঙ্গলবার বাদ জোহর মরহুমের নামাজে জানাজা দাতঁমন্ডল গাউছিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হয়। জানাজায় সরাইলের সাবেক সাংসদ অ্যাড. জিয়াউল হক মৃধা,নাসিরনগর উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদসহ ভক্ত,আশেকান,মুরিদান ও এলাকায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে গাউছিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফের পাশেই মরহুমের লাশ দাফন করা হয়েছে।