আল-হুদা মালী, শ্যামনগর প্রতিনিধি: এই গাবুরার আকাশ-বাতাস, খাল-বিল ও নদী, ডাকিছে তোমায় “হাজী সোহরাব” ফিরিয়া আসিতে যদি এখানে এখন মানব হৃদয়ে তোমার ছবি আঁকা, এই স্লোগানকে সামনে রেখে। দক্ষিণ খুলনার শ্রেষ্ঠ দানবীর শিক্ষানুরাগী,সমাজসেবক ও গাবুরা ইউনিয়নে বারবার নির্বাচিত প্রাক্তন চেয়ারম্যান মরুহুম আলহাজ্ব জি, এম, সোহরাব আলীর ১৯ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নসহ বিভিন্ন জেলা ও উপজেলায় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন তিনি।
এ উপলক্ষে রবিবার (১০ই নভেম্বর) সকাল ১১টার সময় চাঁদনীমুখা পি জে আলিম মাদ্রাসা হল রুমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তিনি ১৫ মার্চ ১৯২০ সালে গাবুরার স্বনামধন্য গাজী পরিবারে জন্মগ্রহণ করেন। ৮৫ বছর বয়সে ৮ নভেম্বর ২০০৫ সালে ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর ব্যক্তি জীবন, সামাজিক জীবন ও রাজনৈতিক জীবনে মহৎ কাজ ও সততার জন্য সাধারণ মানুষ একাধিকবার তাদের জন প্রতিনিধি হিসেবে তাকে নির্বাচিত করেছিলেন। ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদে একাধিকবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি, এম, মাছুদুল আলম। সভাপতিত্ব করেন, চাঁদনীমুখা পরীজান আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাবুরা ৬নং ওয়ার্ডের প্রাক্তন ইউপি সদস্য ও সুযোগ্য জামাতা এস, কে, নূর মোহাম্মদ, বিশিষ্ট সমাজসেবক ও সুযোগ্য পুত্র জহুরুল আলম (হেনা)। আরো উপস্থিত ছিলেন, গাবুরা ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দসহ আমিনুর সানা, মাস্টার খাইরুল ইসলাম, মাস্টার আব্দুর রশিদ, অ্যাডভোকেট সুলাইমান ইসলাম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটির আয়োজন করেন,চাঁদনীমুখা পরীজান আলিম মাদ্রাসা ও চাঁদনীমুখা মান্নান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
১২নং গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার সুযোগ্য পুত্র আলহাজ্ব জি এম মাছুদুল আলম বলেন, ‘তিনি গরীব,অসহায় ও মেহনতি মানুষের পাশে বিপদে আপদে সার্বক্ষণিক এগিয়ে আসতেন ও খোঁজ খবর নিতেন।
বস্ত্রহীন কে বস্ত্র দিয়েছেন,ক্ষুধার্ত কে খাওয়ানোসহ ভূমিহীন কে ভুমি দান করে গৃহনির্মাণ করে দিয়েছেন। নিজস্ব জমিতে শত শত ভূমিহীন কে বসবাসের উপযুক্ত ব্যবস্থা করে দিয়েছেন। আজ হাজারও মানুষ ও কোমলমতি ছাত্র-ছাত্রীরা যথাযথ মর্যাদার সাথে আলহাজ্ব সোহরাব আলী সাহেবের মৃত্যু বার্ষিকী পালন করেছেন।’
তিনি আরো বলেন, ‘ব্যক্তি জীবনে স্কুলে-কলেজে পড়তে না পারলেও শিক্ষা ক্ষেত্রে তিনি অসাধারণ কৃতিত্ব রেখে গেছেন। নির্মাণ করেছেন নিজ অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ।প্রতিষ্ঠানের শুরু থেকে যত দিন পর্যন্ত বেঁচে ছিলেন শ্রম-অর্থ ও নিজস্ব জমি দান করে গেছেন এবং বিভিন্ন মসজিদ ও মন্দিরে নিজস্ব অর্থ এবং জমি দান করে গেছেন। আমার পিতার জন্য আপনারা মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন-(আমিন)।’
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন,চাঁদনীমুখা মান্নান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহসীন হোসাইন। দোয়া ও মোনাজাত করেন, চাঁদনীমুখা পরীজান আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম।