
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন উত্তর জনপদের ডালিয়া তিস্তা ব্যারেজের যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী সামশুদ্দোহা একই দপ্তরে ৬ বছর অবস্থান করায় ঘুষ , দুর্নীতি , বিভিন্ন কাজে অনিয়ম ও স্বজনপ্রীতি করার প্রতিবাদে তার বিচারসহ অপসারণের দাবিতে বুধবার(১৪অক্টোবর) দুপুরে নীলফামারীর ডিমলা ডালিয়া তিস্তা ব্যারেজ সংলগ্ন হেলিপ্যাড মাঠে ঠিকাদার ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রথম শ্রেণির ঠিকাদার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম, রাকিবুল ইসলাম, লিমন হোসেন,তুষার ইসলাম,মনিরুজ্জামান,জসিম উদ্দিন,মাছুম বিল্লা,আক্তারুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন,পানি উন্নয়ন বোর্ডের তিস্তা ব্যারেজের বিভিন্ন কাজে অনিয়ম, দুর্নীতি. ঘুষ, টেন্ডার ও ড্রেজিং পাইপ আত্মসাতকারী তিস্তার যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী সামশুদ্দোহাকে দ্রুত বদলী ও অপসারনসহ অনিয়ম- দুর্নীতির বিচার করার দাবি জানিয়ে আগামী ৭ দিনের আলটিমেটাম দেন।অন্যথায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদানসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুুঁশিয়ারি দেন তারা।