ক্রাইম পেট্রোল ডেস্কঃ কুমিল্লার তিতাসে বিট পুলিশিং কার্যক্রমের আওতায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রমের আওতায় তিতাসেও একই কর্মসূচি পালিত হয়।
উক্ত সমাবেশগুলোতে উপস্থিত ছিলেন তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, তিতাস থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শহীদুল ইসলাম, তিতাস থানার সেকেণ্ড অফিসার মধুসদন সরকার, কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহসীন ভূঁইয়া, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক সরকার, বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূর নবী, ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন মোল্লা, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. সালাহউদ্দিন,জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আলী আশরাফ, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক মিয়া সরকার, বিভিন্ন পেশার নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।