
কামরুল হক চৌধুরী >> কুমিল্লার লালপুর গ্রামের নিবাসী বোরহান উদ্দিনের আম্মা জোবেদা খাতুনের জানাযায় এসে আবেগাপ্লুত হয়ে পড়েন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মেয়রের চাচী জোবেদা খাতুন বার্ধক্যজনিত কারণে গতকাল রাত ০৮:৪৫ টায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ৫ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০ টায় লালপুর নজরুল ইসলাম হাই স্কুল মাঠে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় অংশগ্রহণ করেন- সাবেক প্রধান বিচারপতি মোঃ তোফাজ্জল ইসলাম, ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম, তিতাস উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ সাজেদুল ইসলাম, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী, ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন সরকার, রিপন মেম্বার এবং স্বপন প্রমুখ। এ ছাড়াও বিপুল সংখ্যক মানুষ জানাযায় অংশগ্রহণ করেন। পরে পারিবারিক কবরস্থানে জোবেদা খাতুনের মরদেহ দাফন করা হয়।।