
তৌকির আহাম্মেদ হাসু , সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের ২৬ লক্ষ মানুষের অভিভাবক মাটি ও মানুষের নেতা গরিবের ডাক্তার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসানের ৪৫ তম জন্মদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই জন্মদিনের অনুষ্ঠানে সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্নজীবনীমূলক ৩৫০ টি বই শিক্ষার্থীদের মাঝে ১৭ নভেম্বর রবিবার দুপুরে সিমলা বাজার বাস টার্মিনাল এলাকায় বিতরণ করা হয়েছে ।
উপজেলা ছাত্রলীগের সদস্য শরিফুর ইসলাম নিরবের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন অ্যাড. মতিয়র রহমান স্মৃতি সংসদের সভাপতি সাবেক চেয়ারম্যান আজমত আলী মাস্টার, যুবলীগ নেতা শাখাওয়াতুল আলম মুকুল, রানা সরকার, সামিউল ইসলাম খান , শামীম মিয়া, জাকারিয়া, ছাত্রলীগ নেতা নাঈমুল রহমান দূর্জয়, নাছির উদ্দিন, নাজমুল ইসলাম প্রমুখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্নজীবনীমূলক বই হাতে পেয়ে শিক্ষার্থী জাকিয়া সুলতানা, খাদিজা আক্তার, সাদিয়া রহমানসহ আরো অনেকেই জানান, তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসানের জন্মদিনে বঙ্গবন্ধুর মতো মহান এই নেতার নিজের লেখা অসমাপ্ত আত্নজীবনীমূলক বই পেয়ে আমরা অনেক খুশি। তিনি এই বাংলাদেশ নামক রাষ্ট্রের স্থপতি। বইটি পড়ে বাংলাদেশের ইতিহাস এবং বঙ্গবন্ধুর সম্পর্কে অনেক কিছুই জানতে পারবো। আমরা চাই বঙ্গবন্ধু অসমাপ্ত আত্নজীবনীমূলক বইটি নতুন প্রজন্মের কাছে সরকারিভাবে আজকের মতো বিনামূল্যে বিতরণ করা হোক।