আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি।।
নীলফামারীর ডোমারে বার্ষিক উন্নয়ন তহবিল(এডিপি)এর আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে ৩ তলা ভিত বিশিষ্ট উপজেলা স্কাউট ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।
বাংলাদেশ স্কাউট ডোমার উপজেলার আয়োজনে এবং পৌরসভার বাস্তবায়নে রোববার (০৪ মে) সকাল ১১টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্কাউট ও গালর্স গাইড সদস্যদের কুচকাওয়াজ ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।
স্কাউট শিক্ষক হারুন অর-রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম। এসময় অতিথি হিসেবে উপজেলা বিএনপি’র সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, উপজেলা জামাতের সাবেক সেক্রেটারী হাফেজ আব্দুল হক, ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রবিউল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে নির্বাহী কমিটির সকল সদস্য, প্রধান শিক্ষক, ইউনিট লিডার, স্কাউট ও কাব সদস্যগণ উপস্থিত ছিলেন।