
আনিছুর রহমান মানিক, নিজস্ব প্রতিবেদক, নীলফামারী>>
নীলফামারীর ডোমারে ৪৮ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গোলাম ফারুক বেচুয়া (৪২) কে আটক করেছে র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২।
সোমবার রাতে র্যাবের সদস্যগণ ছদ্মবেশে ডোমার পৌর এলাকার ৪নং ওয়ার্ডের চাকধাপাড়া এলাকা থেকে মাদক বিক্রয় কালে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। র্যাবের পক্ষ ডোমার থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে এবং গোলাম ফারুক বেচুয়াকে পুলিশের হাতে তুলে দেয়। আটক মাদক বিক্রেতা ডোমার ছোটরাউতা এলাকার বাবুলালের ছেলে বলে জানা যায়।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মাদক বিক্রেতা বেচুয়ার নামে থানায় একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।