
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ঢাকা থেকে ফিরে আসা ৩ জন ডেঙ্গু রোগিকে শনাক্ত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । রবিবার দুপুর পযর্ন্ত আক্রান্ত তিন রোগিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটির স্টেশন পাড়ার ফজলুল হকের পুত্র মাহাবুব আলম ( ১৯), বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী বটতলী বাজার এলাকার সুশীল রায়ের পুত্র জ্যৌতিষ রায় (২০), পার্শ্ববতী উপজেলা জলঢাকার গড়ধর্মপালের বাবলার পুত্র সাহাবুল (২২) ।
ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ রায়হান বারী জানান, রবিবার (৪আগস্ট) দুপুর পর্যন্ত ৩জন ডেঙ্গু আক্রান্ত রোগি জ্বর নিয়ে হাসপাতাল এসেছিল। পরীক্ষায় ডেঙ্গু নিশ্চিত হওয়ায় তাদের দ্রুত রংপুরে প্রেরণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবজারভেশন কক্ষ খোলা হয়েছে। ৫বেড ডেঙ্গু রোগির জন্য আলাদা রাখা হয়েছে। রোগিরা এলে পরীক্ষা করে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো জানান, আমাদের এলাকায় ডেঙ্গুর প্রভাব নেই তবে ঢাকা থেকে আসা কিছু রোগি এসে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে।