
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে করোনা ভাইরাস আতঙ্কে হাট-বাজারের দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এমন সময় দুস্থ ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করেন কাউন্সিলর রাজা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে কলেজ পাড়ায় বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, ডোমার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা।
এ সময় ট্যাগ অফিসার হিসেবে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম উপস্থিত ছিলেন। কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা বলেন, আজ এলাকার ৪২টি পরিবারের মাঝে ১০ কেজি হারে চাল ও ২টি করে সাবান বিতরণ করা হয়। এর আগে সরকারের বরাদ্দকৃত প্রাপ্ত হতে ২এপ্রিল ৫কেজি হারে ৩৩টি পরিবারে। ৯এপ্রিল ১০ কেজি হারে ৫২ টি পরিবারকে সহায়তা দেয়া হয়েছে। তার সাথে ৩ কেজি আলু, ১টি মাস্ক ও ২টি করে সাবান ছিল। করোনার কারণে আগামীতে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া বড় ধরণের বরাদ্দ রয়েছে, যা আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে নিয়ম -নীতি মেনে সুষ্ঠুভাবে বিতরণ করবো।