আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে যৌতুকের করণে স্ত্রীকে গলা টি’পে হ’ত্যার দায়ে স্বামী নির্মল চন্দ্র রায় (৩৫) কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
জানা যায়, গত ১৫ বছর আগে উপজেলার বামুনিয়া ইউনিয়নের সচিন চন্দ্র রায়ের কন্যা মেঘনা রাণী রায় (৩৫) এর সাথে উপজেলার হরিণচড়া ইউনিয়য়েন আটিয়াবাড়ি মাস্টার পাড়া গ্রামের পুলেন চন্দ্র রায়ের ছেলে নির্মল রায় (৪০) এর বিয়ে হয়। সংসার চলাকালীন তাদের ৩টি সন্তান জন্ম নেয়। দীর্ঘদিন যাবত যৌতুকের কারণে নির্মল মেঘনাকে শারীরিক ও মানসিক নি’র্যাতন করতো। এরই জের ধরে ঘটনার দিন মঙ্গলবার (১৩ জুন) সকাল ৭টয় তাদের মধ্যে ঝগড়া বাঁধলে মা’রধরের একপর্যায়ে নির্মল ঘরের মেঝেতে মেঘনার গলা চে’পে ধরে। এতে মেঘনার শ্বা’সরোধ হয়ে মৃত্যু হয়। নির্মল মেঘনার মরদেহ বিছানার উপর তুলে কম্বল দিয়ে ঢেকে পালিয়ে যায়। ওই দিন ৩ ঘণ্টার মধ্যেই ডোমার থানার ওসি (তদন্ত) মাসুদ করিমের নেতৃত্বে এসআই জাহিদ উপজেলার হরিণচড়া ইউনিয়নের বুড়িরহাট এলাকা হতে নির্মল কে গ্রেফতার করে। মেঘনার ভাই লক্ষণ চন্দ্র বাদী হয়ে থানায় হ’ত্যা মামলা দায়ের করে।
ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, ‘মরদেহ উদ্ধার করে জেলা মর্গে পাঠানোর হয়েছে। অভিযুক্ত আসামি নির্মল চন্দ্র রায়কে গ্রে’ফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’