
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাবুপাড়া গ্রামে।
সরেজমিনে জানা যায়, শুক্রবার (৬সেপ্টেম্বর) গভীর রাতে উক্ত গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে নূর আলম দেবাউ (৩৬) বাড়ীর বাহিরে যায়। সেই থেকে আর ঘরে ফিরে আসেনি। ভোর রাত্রে তার বাড়ীর দরজার সামনে পেয়ারা গাছে ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। ডোমার থানায় সংবাদ দিলে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রতপাল, ওসি (তদন্ত) বিশ্বদেব রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই আবু হানিফ লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠায়।
নিহত নূর আলম দেবাউ’র কন্যা খুকু মনি জানান, সে তার বাবাসহ রাতে ঘুমিয়ে ছিল, গভীর রাতে ২জন লোক এসে বাবাকে ডেকে ঘরের বাহিরে নিয়ে যায়। সেই থেকে বাবা আর ঘরে ফিরে আসেনি। সকালে বাবার লাশ পেয়ারা গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।
৪নং ওয়ার্ড ইউপি সদস্য মফিজুল ইসলাম বলেন, গত ৩ মাস ধরে তার স্ত্রীর সাথে বিবাদ চলছিল। তার স্ত্রী পেয়ারা বেগম (৩০) কুরবানীর ঈদের আগে দ্বারকামারী এলাকার আতিয়ার রহমানের ছেলে নজুকে বিয়ে করে ঢাকায় চলে যায়। ঘটনার আগের দিন সকালে দেবাউ তার স্ত্রীকে ঢাকা থেকে ফেরত নিয়ে আসে। আমরা স্থানীয় ভাবে বৈঠক বসিয়ে সমাধানের চেষ্টা করি। কিন্তু তার স্ত্রী দেবাউয়ের সংসার করবেনা বলে সাফ জানিয়ে দেয়।
ওসি (তদন্ত) বিশ্বদেব রায় জানান, এলাকাবাসীর সন্দেহ থাকায় লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে আসল ঘটনা জানা যাবে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা নং-১৫, তারিখ-০৭/০৯/১৯ দায়ের করা হয়েছে।