বাদশা সভাপতি-রানা সম্পাদক

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে উপজেলা মৎস্যজীবী লীগের কমিটি গঠন করা হয়েছে।
হাবিবুল ইসলাম (বাদশা আজিজ) সভাপতি রোকনুজ্জামান রানা সাধারণ সম্পাদক ও মাসুদ রানাকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি।
শনিবার (০৯ নভেম্বর) সন্ধায় জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ কার্যালয়ে জেলা কমিটির সভাপতি রুকুনুজ্জামান সরকার লেমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেওয়ান বিপ্লব আহমেদ, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান সাগর আহমেদ, সাংগঠনিক সম্পাদক নিয়াজ চৌধুরী, সৈয়দপুর পৌর শাখার সভাপতি ঈশা মিঠু প্রমুখ বক্তব্য রাখেন। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ নীলফামারী জেলা শাখার আওতাধীন ডোমার উপজেলা শাখার কমিটি আগামী ২বছরের জন্য অনুমোদন দেয়া হয়।
উল্লেখ্য, নব নির্বাচিত সভাপতি হাবিবুল ইসলাম (বাদশা আজিজ) ২০০৭ সালে হ্যাচারী ব্যবসায় জাতীয় পুরস্কার গ্রহণ করেন এবং সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রানা উপজেলার কেতকীবাড়ী ইউনিয়ন শাখা ছাত্রলীগের ২বারের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।