
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারের মোটরসাইকেল চুরির মামলার সেই আসামি সোহেলকে এবার ডাকাতি মামলায় আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা যায়, নীলফামারী জেলার দারোয়ায়ী টেক্সাইল মিল এলাকার কাজীর হাট বারোঘরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে গত ২৯অক্টোবর/১৯ গভীর রাতে মৃত আব্দুল জব্বারের ছেলে একরামুল হকের বাড়ীতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়। পরবর্তীকালে একরামুল হক বাদী হয়ে ৩৯৫/৩৯৭ ধারায় নীলফামারী সদর থানায় ডাকাতি মামলা নং- জিআর-৪০৭/১৯ দায়ের করে। পুলিশ সেই মামলায় ডোমার উপজেলার পৌর এলাকার ডাঙ্গাপাড়া গ্রামের কথিত সাংবাদিক জুলফিকার আলী ভুট্টোর ছেলে মাসুদ পারভেজ সোহেলকে তার বাড়ী থেকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি প্রতিবেদককে জানান, সোহেল পারভেজ আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। এ ছাড়াও তার বিরুদ্ধে চুরি, মাদক, চোরা চালান ও নারী নিয়ে দেহ ব্যবসাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম সোহেলকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, গত ২০জুন/১৯ ডোমার থানা পুলিশ তাকে ১টি চোরাই মোটর সাইকেলসহ আটক করে। পরে তার দেয়া তথ্য মতে ওই রাতেই অভিযান চালিয়ে আরো ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। ওই মামলায় সোহেল একজন এজাহারভুক্ত অন্যতম আসামি বলে ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান।