আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
সারা দেশে যখন রেল বিভাগের ব্যাপক উন্নয়ন, সেখানে বিগত ৩০ বছর যাবত চরম দু’র্ভোগের শিকার হতে হচ্ছে নীলফামারী জেলার ডোমার উপজেলার মিরজাগঞ্জ এলাকার হাজারো যাত্রীকে।
অবহেলা ও অবজ্ঞায় রেল স্টেশনটি পরিনত হয়েছে গোচরাণ ভূমিতে। ময়লার স্তুপ, ধান ও খড় শুকানোর মাঠ। যাত্রীসেবা থেকে বঞ্চিত হচ্ছে স্কুল কলেজের ছাত্র/ছাত্রী এবং সাধারণ মানুষ। কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানিয়েও কোন ফল না পাওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেন তারা। বর্তমান সরকারের আমলে রেল খাতে ব্যাপক উন্নয়নের ধারাবাহিকতায় চিলাহাটি থেকে আন্তনগর ঢাকা, খুলনা, রাজশাহী গামী ৭টি ট্রেন চলাচল করে। গত ৪জুন নতুন করে সংযুক্ত হয়েছে ঢাকাগামী উন্নত মানের চিলাহাটি এক্সপ্রেস ট্রেন যা প্রধানমন্ত্রী উদ্বোধন করেন।
মিরজাগঞ্জ বাসীর অভিযোগ ৮টি ট্রেনের মধ্যে শুধু সকাল ৭টায় খুলনা মেইল নামক লোকাল ট্রেনটি চিলাহাটি থেকে ছেড়ে আসার সময় স্টেশনে থামে, তাও আবার ২নং রেল লাইনে। অথচ বিশাল রেল স্টেশন ও প্লাটফর্ম থাকা সত্ত্বেও ২ নং লাইনে দাঁড়ানোর কারণে অসুস্থ, বৃদ্ধ, মহিলা ও শিশুদের ট্রেনে উঠা নামা করার সময় দু’র্ঘটনার শিকার হতে হয়। অথচ ওই এলাকার জোড়াবাড়ী, মিরজাগঞ্জ, ট্রেপ্রিগঞ্জ, আমবাড়ী গোমনাতী এলাকার হাজারো মানুষকে চিলাহাটি অথবা ডোমারে গিয়ে ট্রেনে উঠতে হয়। দুই একটি ট্রেন স্টেশনে দাঁড়ানোসহ ১নং রেল লাইনে চলাচলের জোর দাবি জানান এলাকাবাসী। অপর দিকে স্টেশনে জনবল না থাকায় ময়লা- আর্বজনায় ভরে গেছে প্লাটফর্ম। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভুগী সাধারণ মানুষ।