
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী)প্রতিনিধি>>
“ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তািই যথেষ্ট” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে মিনি বন্ধ্যাকরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন আফরোজা বেগম, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা, নীলফামারী। এ সময় অতিথি হিসেবে মেডিকেল অফিসার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নীলফামারীর (সার্জন) ডাঃ রোকশানা আক্তার, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডোমার, ডাঃ সাদিয়া সার্জিন। সার্বিক ব্যবস্থাপনায় ডাঃ মোঃ আব্দুল আজিজ, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, জোড়াবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ডোমার। ল্যাম্ব-প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ শো প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোস্তফা জামান, সমাজ সেবক ফিরোজ পারভেজ উজ্জল, আব্দুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত কেন্দ্রে স্থায়ী ও অস্থায়ী মিলে প্রায় ১০ জন নারী ও পুষককে বন্ধ্যাকরণ পদ্ধতি প্রদান করা হয়। শেষে হতদারিদ্র গর্ভবতী মায়েদের মাঝে আপৎ কালীন সঞ্চয়ী ব্যাংক ঋণ বিতরণ করেন অতিথিগণ। অনুষ্ঠানের উদ্বোধক উপ-পরিচালক আফরোজা বেগম মায়েদের উদ্যেশ্যে বলেন, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি স্থায়ী বা অস্থায়ী যে কোন একটি পদ্ধতি গ্রহণের পর চিকিৎসকের পরামর্শ ছাড়া অন্য কোন পদ্ধতি গ্রহণ না করার অনুরোধ করেন তিনি।