আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে মাদক কারবারি ওমর ফারুক (২২) কে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের দোলাপাড়া গ্রামে ইট ভাটার কাছে তাকে মাদক বিক্রয় কালে আটক করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উক্ত রায় প্রদান করেন। ওমর ফারুক উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি আরডিআরএস মোড় এলাকার বিশিষ্ট মাছ ব্যবসায়ী বাবলু হোসেনের ছেলে।
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগেও তাকে গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করা হয়। বুধবার সকালে তাকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।