
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে আমবাড়ী কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানের ঈমাম মরহুম মাওঃ মোখলেছুর রহমানের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আমবাড়ী কেন্দ্রীয় ঈদগাঁহ কমিটি আয়োজিত বৃহস্পতিবার (১আগস্ট) দুপুরে উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী হাটে সমাজ সেবক এছানুল হকের সভাপতিত্বে আবুল কাশেমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোমনাতী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরকার। বিশেষ অতিথি হিসেবে মাওঃ রবিউল আলম, মাওঃ বজলুল করীম, মাওঃ মাহাতাব উদ্দিন আজাদী, তয়েজ উদ্দিন সরকার, মাওঃ শামস উদ্দিন সিদ্দিকী, আবু সাদেক চৌধুরী লুলু, আরিফুর রহমান, আলোর মিছিলের উদ্দ্যোক্তা আনারুল ইসলাম মাস্টার প্রমুখ বক্তব্য রাখেন। শেষে বিশেষ মুনাজাত পরিচালনা করেন হযরত মাওঃ আবু তাহের।
উল্লেখ্য মাওঃ মোখলেছুর রহমান গত ২৪জুলাই রাত ৯টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি আমবাড়ী নামাজী পাড়া গ্রামের মৃত মকিমুদ্দিনের প্রথম পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৩ পুত্র ও ৩ কন্যা ও নাতী- নাতনীসহ অসংখ্য গুন্যগ্রাহী রেখে গেছেন। ২৫জুলাই বাদ যোহর আমবাড়ী ঈদগাঁহ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে আমবাড়ী জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।