crimepatrol24
১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:০৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

ডোমারে ভিত্তি বীজআলু উৎপাদন খামারে মাঠ দিবস

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৫, ২০২১ ৯:১৬ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

“মুজিব বর্ষে বিএডিসি, কৃষি সেবায় দিবানিশি” এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারীর ডোমারে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নতুন জাতের আলু প্রদর্শনী, রপ্তানি ও শিল্পে ব্যবহার উপযোগী এবং মাল্টিলোকেশন পারফরমেন্স যাচাইকৃত জাতের উপরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

ডোমার ভিত্তি বীজআলু খামারের উপপরিচালক ও অনুষ্ঠানের সভাপতি আবু তালেব মিঞা প্রেস রিলিজে বলেন, মাননীয় কৃষিমন্ত্রী মহাদয়ের নির্দেশনায় আলুর ফসলকে ডিনটিফিকেশনের আওতায় আনায় বিএডিসি, ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামারে গত উৎপাদন মৌসুমে শিল্পে ব্যবহার, রপ্তানি ও খাবার উপযোগী অধিক ফলনশীল আলুর ১৯টি জাত বাছাইয়ের জন্য প্রথম বছর পরীক্ষামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়। উক্ত জাতগুলোর মধ্যে বাংলাদেশের আবহাওয়ায় অভিযোজন ক্ষমতা বিবেচনা করার পাশাপাশি শিল্পে ব্যবহার, রপ্তানি ও খাবার উপযোগী জাতের মধ্যে সানশাইন, লেবেলা, এলোয়েট, কুইনএ্যানি, প্রাডা, এডিসন, ডোনেস্টার জাতগুলো ভালো পারফার্ম করেছে। বিএডিসির গবেষনা সেল কর্তৃক ভালো পারফর্মকৃত জাত গুলো পুনঃপুন যাচাই-বাছাই বিবিচনা করে সানশাইন, লেবেলা, কুইনএ্যানি, ডোনেস্টার জাতের আলু অবমুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে। চলতি উৎপাদন মৌসুমে নতুনভাবে আমদানিকৃত ১১টি জাতের পরীক্ষামূলক কার্যক্রম চলছে এবং বিভিন্ন দেশীয় এজেন্ট থেকে সরবরাহকৃত মোট ৭টি জাতের ফলন ও অভিযোজন যাচাইয়ের কাজ চলমান রয়েছে। বিএডিসি কর্তৃক এ বছর ৫ হাজার মে:টন আলু রপ্তানির মাধ্যমে সরকারিভাবে আলু রপ্তানির দ্বার উন্মোচিত হলো, যা ভবিষ্যতেও রপ্তানিকারকের চাহিদার ভিত্তিতে রপ্তানির পরিমাণ বৃদ্ধির পাশাপাশি কৃষকের জীবনযাত্রার মান উন্নয়নে বিএডিসি অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি জানান।

রবিবার (৪এপ্রিল) বিকাল ৫টা ৩০ মিনিটে উপজেলার সোনারায় ইউনিয়নের ভিত্তি বীজ আলু উৎপাদন খামার হলরুমে ,মান সম্পন্ন বীজআলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে, উপপরিচালক ভিত্তি বীজ আলু উৎপাদন (খামার) বিএডিসি’র বাস্তবায়নে, ডোমার ভিত্তি বীজআলু খামারের উপপরিচালক আবু তালেব মিঞার সভাপতিত্বে, অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃমোস্তাফিজুর রহমান, সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) বিএডিসি ঢাকা। বিশেষ অতিথি, মোঃআবীর হোসেন প্রকল্প পরিচালক (মাবীউকৃবিপ্র) বিএডিসি ঢাকা, সুভাষ চন্দ্র ঘোস, যুগ্ম পরিচালক (মান নিয়ন্ত্রণ) বিএডিসি ঢাকা প্রমুখ বক্তব্য রাখেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত