মো. আনিছুর রহমান মানিক, ডোমার, নীলফামারী :
৪ নভেম্বর সন্ধ্যা ৭টায় চিকনমাটি তার নিজ বাস ভবনে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ……..রাজিউন। মঙ্গলবার সকাল ১১টায় ডোমার মহিলা কলেজ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে ডোমার থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অর্নার প্রদান করেন।তার জানাজায় উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা, ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী, সন্তান কমান্ডের আল-আমিন রহমানের পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে শেষ শ্রদ্ধা জানায়। এছাড়াও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। জীবদ্দশায় তিনি জনতা ব্যাংকের ম্যানেজার ছিলেন মৃত্যুকালে তার বয়স ছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ২কন্যা, নাতী -নাতনীসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। তার মৃত্যুতে ডোমার রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।