আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমার উপজেলায় বীরাঙ্গনাদের মাঝে খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় চিকনমাটি ধনীপাড়া শহিদ মিজান-আব্দুল বারী স্মৃতি পাঠাগার মিলনায়তনে ডোমার ও ডিমলার ২০ জন বীরাঙ্গনাকে সহায়তা প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান। সহায়তা কার্যক্রমের পৃষ্ঠপোষকতা করেন অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. আবু মোঃ দেলোয়ার হোসেন। প্রতিজনকে ১০ কেজি চাল ও নগদ পাঁচ শত টাকা সহায়তা প্রদান করা হয়।
সংগঠনের নীলফামারী জেলা সমন্বয়ক লেখক ও গবেষক আল-আমীন রহমানের সভাপতিত্বে পৌর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, সাংবাদিক সাখায়াত হোসেন সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের নীলফামারী জেলা সমন্বয়ক লেখক ও গবেষক আল-আমীন রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা মায়েদের একটা বড় ভূমিকা ছিল। এরই সুবাদে অপরাজেয় বাংলা ফাউন্ডেশন বীরাঙ্গনা মায়েদের প্রতিনিয়ত খোঁজ খবর রাখছেন,।এর আগেও তিনি চিকনমাটি ধনীপাড়া শহিদ মিজান-আব্দুল বারী স্মৃতি পাঠাগার মিলনায়তনে থেকে বীরাঙ্গনা মায়েদের প্রতিজনকে ১০ কেজি চাল ও নগদ পাঁচ শত টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে। সারাদেশের বীোঙ্গনাদের স্বীকৃতির জন্য অপরাজেয় বাংলা ফাউন্ডেশন ঢাকা বিশ্ববিদ্যালয় কাজ করছে।