আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে বছরের প্রথম দিনে শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১জানুয়ারি,২০২১ খ্রি.) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে বই বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদ মাহামুদ উজ্জলের সভাপতিত্বে সহকারী শিক্ষক তানবীর ইসলাম তন্ময়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সোহেল শাহাজাদা, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোওয়ার বাবু, সহকারী শিক্ষক খায়রুল ইসলাম সুমন, মনিরা বেগম, ফারহা জেরিন লাবনী, নুর আক্তার বানু, মাসুদ রানা, প্রদীপ চন্দ্র রায়, নিশিতা সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।