
আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার আমবাড়ীতে বেকার যুবককে বিদেশে নেয়ার নাম করে এক অসহায় কৃষক আকবর আলীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিলো ২ প্রতারক। টাকা ফেরত পেতে অসহায় আকবর আলী মানুষের দ্বারে দ্বারে ঘুরে অনেকটেই ক্লান্ত হয়ে স্ত্রী সন্তান নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করতে দেখা গেছে।
সরেজমিনে জানা যায়, ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের দক্ষিণ আমবাড়ী মাস্টারপাড়া গ্রামের আজিমুদ্দিনের ছেলে প্রতারক দুলু ওরফে ভুট্ট (৪৫) ও পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মৌজা পাঙ্গা গ্রামের ছলেমান আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪২) দুজন মিলে দীর্ঘদিন ধরে আদম ব্যবসা করে আসছে। এরই ধারাবাহিকতায় কেতকীবাড়ী ইউনিয়নের চান্দখানা কাজীর হাট এলাকার আকবর আলীর ছেলে বেকার যুবক রেজাউল করিম (২৫) কে সৈদি আরবে চাকুরীতে মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখিয়ে নকল ভিসা দিয়ে দুই প্রতারক মিলে ৮লক্ষ টাকা হাতিয়ে নেয়। এরই এক পর্যায়ে গত ১বছর যাবত তারা টাল বাহানা করতে থাকে। বিষটি আকবর আলীর সন্দেহ হলে ভিসা নিয়ে সৌদি দুতাবাসের ইমেগ্রেশনে গিয়ে দেখতে পায় সেটি জাল ভিসা ছিল। এ বিষয়ে প্রতারকদের কাছে টাকা ফেরত চাইলে আজ কাল বলে টালবাহানা করতে থাকে। এ দিকে আকবর আলী বিভিন্ন এনজিও ও জমি বন্ধক দিয়ে টাকা দেয়ায় পাওনাদারের অত্যাচারে বাড়ী ছাড়া হয়ে স্ত্রী সন্তান নিয়ে চরম কষ্টে দিনাতিপাত করছে।
এ বিষয়ে প্রতারক দুলু ওরফে ভুট্ট ও জাহাঙ্গীর ৫লক্ষ টাকা নেয়ার কথা স্বীকার করে বলেন, তারা নিজেরাই বিদেশ যায়নি, খরচের টাকা বাদ দিয়ে বাকি টাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিবো।
এলাকাবাসী রশিদুল ইসলাম জানান, দুলু ওরফে ভুট্টু ও জাহাঙ্গীর মিলে বিভিন্ন এলাকার একাধিক মানুষের কাছ থেকে বিদেশ পাঠানোর প্রলভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। উক্ত টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন অসহায় আকবর আলী।