আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
“পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন আয়োজিত মঙ্গলবার (৩০জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ ভবন থেকে এক বর্ণাঢ্য র্যালী সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাফর ইকবাল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহারিয়ার কবির প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আমির হোসেন উপস্থিত ছিলেন।