
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বুড়ারডোবা নামক স্থানে। থানার অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে বাবুলু হোসেন তার নিজ জমিতে তামাক আবাদ করে। ঘটনার দিন ১০মার্চ বিকালে কে বা কাহারা বাবুলু হোসেনের তামাক পাতা নষ্ট করে। এরই জের ধরে বাবুলু হোসেন (৪৫) ও তার ছেলে গোলাম রাব্বানী (২৫) সন্দেহের তীর ছুঁরে এলাকার শামিম ইসলামের স্কুল পড়ুয়া শিশু কন্যা পঞ্চম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার নুপুর (১১) কে বেধরক মারপিট করে এবং গলায় ধরে ওপরে উঠিয়ে মাটিতে আছার মারে বলে অভিযোগ উঠেছে। তাদের আঘাতে স্কুল ছাত্রী ভীষণ অসুস্থ হয়ে পড়ে। এ বিষয়ে প্রতিকার চেয়ে স্কুল ছাত্রীর বাবা শামিম ইসলাম বাদী হয়ে বাবুলু হোসেন ও তার ছেলে গোলাম রাব্বানীর বিরুদ্ধে ডোমার থানায় অভিযোগ দায়ের করে। ১২ মার্চ বিকালে অভিযোগের ভিত্তিতে ডোমার থানার এএসআই মনজুরুল হোসাইন ও লিটন হোসেন তদন্তের জন্য ঘটনা স্থলে যান।
তদন্ত কর্মকর্তা এএসআই মনজুরুল হোসাইন বলেন, সাক্ষী ও প্রমাণের ভিত্তিকে মারধরের ঘটনার সত্যতা পাওয়া গেছে। মীমাংসার প্রস্তাব দেয়া হয়েছে। ২/১ দিনের মধ্যে মীমাংসা হলে ভাল, নইলে মামলাটি নথিভুক্ত করে বিবাদীগণের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।