
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ডা. তুহিন ইবনে হাদী’র মাতা মনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন।
ইন্না নিল্লাহি ……..রাজিউন। শনিবার (১১জানুয়ারি) রাত ৯ টায় রংপুর ডক্টর্স ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এলাকার রাজনৈতিক অঙ্গন, ব্যাসায়ীমহলসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। রবিবার বাদ যোহর ডোমার কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে জানাজার নামাজ শেষে তার স্বামীর কবরের পার্শ্বে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর। তিনি ২ ছেলে ১কন্যা সস্তান, নাতী নাতনীসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। তিনি ডোমার পৌর এলাকার কলেজ পাড়া গ্রামের মৃত ডা. আব্দুল হাদীর স্ত্রী ও ডা. তুহিন ইবনে হাদী’র মাতা।