
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করে ডোমার থানা পুলিশ।
বুধবার (৯এপ্রিল) সন্ধ্যায় ডোমার থানার এএসআই মঞ্জুরুল হোসাইনের নেতৃত্বে এএসআই মিজান ডোমার উপজেলা পরিষদ এলাকা থেকে পলাতক আসামী আব্দুস সালাম বাবু (২৮) কে গ্রেফতার করে। বাবু পৌর এলাকার ছোটরাউতা গ্রামের মাদক কারবারী রশিদুল ইসলাম ছানু’র ছেলে। তার নামে এসটি-২৩/১৩ মাদক মামলায় এক বছরের কারাদন্ড প্রদান করেন আদালত। দীর্ঘদিন ধরে সে পলাতক রয়েছে।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, বাবু ও তার পিতা ছানু মাদক কারবারি। বাবা ও ছেলের নামে ডোমার থানায় একাধিক মামলা রয়েছে। অনেকদিন পলাতক থাকার পরে আজ তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।