আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো পারভীন আক্তার।
ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বালাপাড়া গ্রামে। জানা যায়, উক্ত গ্রামের রশিদুল ইসলামের স্কুল পড়ুয়া কন্যা মিরজাগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী পারভীন আক্তার (১৫) এর সঙ্গে একই ইউনিয়নের সদরপাড়া এলাকার দেলোয়ার হেসেনের ছেলে ওমর ফারুক এর বিয়ের দিন তারিখ ঠিক হয় গত বৃহস্পতিবার। রাত ৯ টায় চুপিসারে বিয়ের পরিকল্পনা করেন তারা। বর বেশে বরযাত্রী আসবে কনের বাড়িতে। কিন্তুু বাঁধ সাধে নিয়তি। ওই দিন বিকালে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম কে পারভীনের বাল্য বিয়ের বিষয়টি জানায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ও গ্রাম পুলিশকে বাল্য বিয়ে বন্ধের নির্দেশ দেন। ইউপি সদস্য ও গ্রাম পুলিশ পারভীনের বাড়িতে গিয়ে তার বাবা ও মাকে বাল্য বিয়ে আইনত দণ্ডনীয় অপরাধ বিষয়ে বুঝিয়ে ইউপি সদস্য ২জন গ্রাম পুলিশ উপস্থিত থেকে বিয়ে বন্ধ করে দেয়। প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ হওয়ায় সাধুবাদ জানান এলাকার সচেতন মহল।