ডোমার, নীলফামারী প্রতিনিধি :
নীলফামারী ডোমারে মহান ২১ ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারী সন্ধ্যায় ডোমার সাহিত্য ও সংস্কৃতিক পরিষদ আয়োজিক ডোমার নাট্য সমিতি মিলনায়তনে সংগঠনের সভাপতি মিজানুর রহমান সোহাগের সভাপতিত্বে আলোচনাসভায় অতিথি হিসেবে, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, অধ্যাপিকা জেইজী মাশরাফী নীনা, সহকারী অধ্যাপক কথাকার মোস্তফা ফিরোজ প্রধান, সংগঠক নাছিরুল রেজা লিচু, সঙ্গীত শিল্পী আমজাদ হোসেন, মুকুল সওদাগড়, ডোমার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মানিক, সংগঠনের সাধারণ সম্পাদক পরশ চন্দ প্রমুখ বক্তব্য রাখেন। শেষে মিজানুর রহমান সোহাগ ও বাসুদেব রায়ের নির্দেশনায় হুমায়ুন আহমেদ রচিত নাটক “১৯৭১” মঞ্চায়ন করা হয়।