আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক দু*র্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও দু*র্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম।
বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হেসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উক্ত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরন নবী। এ সময় অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম আরিফ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, সংগঠনের সাধারণ গোলাম কুদ্দুস আইয়ুব প্রমুখ বক্তব্য রাখেন। পরে এক বর্ণাঢ্য র্যালি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদের সামনে মহা সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। অনুষ্ঠানে পল্লীশ্রী পরিবেশ প্রকল্প, মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট, গালর্স গাইডসহ উপজেলা পরিষদের কর্মকর্তা ও শিক্ষকগণ অংশগ্রহণ করেন।