
মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি।। আগামী তিন বছরের জন্য নীলফামারীর ডিমলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় পুনরায় সভাপতি পদে দৈনিক সমকালের মাজহারুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের সহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক দেশকালের আবু হোসেন বিনা প্রতিদ্বন্দিতায় পুনঃনির্বাচিত হয়েছেন।
পুর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার(২৯ ডিসেম্বর)সাধারণ সভায় ২৬ সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্যের সম্মতিক্রমে পুনরায় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে বহাল রেখে ২৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।