মহিনুল ইসলাম সুজন,ক্রাইম রিপোর্টার নীলফামারী।।নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের কৈ পাড়া গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনকারী এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়,বুধবার(৯-সেপ্টেম্বর)দুপুরে গোপন সংবাদের ভিক্তিতে অবৈধভাবে বোমারু মেশিন দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালিয়ে উক্ত গ্রামের আবুল কাশেমের পুত্র একরামুল হোসেন (৪৫) কে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানী রায়। ওই ব্যক্তি জরিমানার টাকা পরিশোধ করতে অপরাগতা প্রকাশ করায় তাকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।এ সময় নাউতারা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন,ডিমলা থানার এসআই উজ্জ্বল শাহ্ এএসআই আব্দুর রাজ্জাকসহ সঙ্গীয়ফোর্স, ইউনিয়ন ভূমি কর্মকর্তা তহিদুল ইসলাম,পেশকার রোকনুজ্জামান রোকন উপস্থিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একরামুল হোসেন নামের এক ব্যক্তিকে (৫০.০০০) পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদারত । কিন্তু ওই ব্যক্তি তাৎক্ষণিক জরিমানার অর্থ প্রদানে অপারগতা প্রকাশ করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।