জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ শহর সমাজসেবা কর্মকর্তা হিসেবে যোগদান করলেন মমিনুর রহমান। সোমবার সকালে বিদায়ী শহর সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান এর নিকট থেকে তিনি দায়িত্ব ভার গ্রহণ করেন। মমিনুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে সমাজসেবা অধিদপ্তরে যোগদান করেন। পর্যায়ক্রমে তিনি ঝিনাইদহ সদর উপজেলা, যশোর, ফরিদপুর এবং সর্বশেষ কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। নতুন কর্মস্থলে যোগদান করে মমিনুর রহমান বলেন, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সেবা প্রার্থীদের কল্যাণে কাজ করে যাব। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।