
ঝিনাইদহ প্রতিনিধি :
প্রাণঘাতী করোনা প্রতিরোধ ও করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ২৪’শ পিস কোভিকিল-২০০ নামক ওষুধ প্রদান করেছে জাহেদী ফাউন্ডেশন। রোববার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আয়ুব আলীর হাতে জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল’র পক্ষ থেকে ওষুধ হস্তান্তর করেন জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ও কো-অর্ডিনেটর তবিবুর রহমান লাবু। এসময় হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন, ডা. লিমন পারভেজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চিকিৎসকরা জানান, করোনায় আক্রান্ত রোগীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিদের্শনা অনুযায়ী রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এর উৎপাদিত কোভিকিল-২০০ ওষুধ প্রদান করা হয়। অন্যান্য ওষুদের সাথে এ ওষুধ প্রদান করা যেতে পারে। এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঠিক নির্দেশনা প্রয়োজন হয়। ইতোপুর্বে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড বিপুল পরিমাণ কোভিকিল-২০০ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নিকট প্রদান করেন।