
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের বেড়বাড়ি গ্রাম থেকে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে তাদের আটক করা হয়। আটকরা হলো- ঝিনাইদহ সদর উপজেলার ছয়াইল গ্রামের নুরুল হক মোল্লার ছেলে শুকুর আলী মোল্লা, একই গ্রামের আফসার মোল্লার ছেলে আইয়ুব মোল্লা, উলফাতের ছেলে ইজাজুল, লৌহাজংগা গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল ওহাব মোল্লা, হাটগোলপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে টুকু, আমানউল্লার ছেলে রেজাউল ও তিওরদহ গ্রামের তাজুল ইসলামের ছেলে টিটো মিয়া।
ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বেড়বাড়ি গ্রামের একটি বাড়ীতে জুয়া খেলা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে হাটগোপালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে অভিযান চালান। এসময় জুয়ার সরঞ্জাম ও টাকাসহ ওই ৭ জনকে আটক করা হয়। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।