
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে করোনার প্রভাবে বিপাকে পড়া অসহায়, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শহরের আদর্শপাড়ায় নিজ বাস ভবনে ৩’শ পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানম। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে আগতদের হাতে চাল, ডাল, আলু, তেল, লবণসহ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। খাবার পেয়ে খুশি হতদরিদ্র মানুষগুলো।